মৃত্যুকে জানি তুমি আসবেই । তাহলে এ প্রতীক্ষা কেন ? তোমার জন্য আমি পথ চেয়ে : ফুরিয়ে গিয়েছে সব কাজ। আশার দীপ্র আলো কবে নিভে গেছে । দরোজা রেখেছি খুলে তোমার নামের এক সরল বিস্ময় আসবে তেমন আশায় । অতএব যা-আদল নিতে চাও, নাও : ছুঁড়ে মারো তোমার বিষাক্ত বোমা আমার বাসাকে লক্ষ্য করে, কিংবা পেশাদার খুনি-গুণ্ডার লাঠির ঘায়ে মেরে ফ্যালো, কিংবা কন্ঠে ঠেশে দাও তান্ত্রিক-জ্বরের বিষ-ধোঁয়া, যদি তুমি তাই চাও, ঘুম পাড়াবার গল্প হয়ে অসংখ্য নিরপরাধ যেভাবে তোমায় চেনে, এসো : গুপ্ত পুলিশের নীল টুপিখানা দেখাও আমাকে । ভয়ে কাঠ মুখে রক্ত উবে-যাওয়া কাজের লোকের হাত কাঁপে ; আমার পরোয়া নেই । এনিস নদীর স্রোত বয়ে যায়, মাথার ওপরে জ্বলে উত্তরের তারা আর প্রিয় চোখ জুড়ে পুরোনো নীলাভ আলো শেষতম আতঙ্কের জন্য যশোহীন ।